20.2 C
Dhaka
২১ নভেম্বর, বুধবার , ২০১৮ ১০:২৮:০৯ পূর্বাহ্ণ
ভয়েস বাংলা
ইউরোপ প্রবাস নিউজ

কাতালোনিয়ার জাতীয় দিবসে কণ্ঠ মিলিয়েছে বাংলাদেশিরাও

মিরন নাজমুল, স্পেন: কাতালানদের সর্ববৃহৎ উৎসব জাতীয় দিবস ‘লা দিয়াদা’ অনুষ্ঠিত হয়েছে। দেশটিতে ১১ সেপ্টেম্বর প্রবাসী বাংলাদেশিরা দলে দলে জোগদান করে কণ্ঠ মিলিয়েছে। কাতালান স্বাধীনতাকামী বামপন্থী দল এসকেররা রিপাবলিকানা দ্যা কাতালোনিয়া ‘ইআরসি’ দলের সদস্য হিসেবে তাঁরা এই জাতীয় দিবস পালন করে। দলের সদস্য ও বাংলাদেশ বিষয়ক সমন্বয়ক সালেহ আহমেদের সমন্বয়ে বাংলাদেশিদের মধ্যে অংশগ্রহণ করেন আলাউদ্দিন হক নেসা, শাহ আলম স্বাধীন, জাহাঙ্গীর আলম, আব্দুল কালাম, মোহাম্মদ সোহেলসহ আরো অনেকে।

তাঁরা ইআরসি দলের কর্মসূচিতে অংশগ্রহণ করেন। কর্মসূচির মধ্যে উল্লেখযোগ্য ছিলো, দিনের শুরুতে স্পেনের গৃহযুদ্ধের সময় বার্সেলোনা শহরকে রক্ষায় শহীদের স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ এবং বিকেলে বার্সেলোনা শহরের দিয়াগোনাল অ্যাভিনিউতে সমাবেশে অংশগ্রহণ। দেশটির জাতীয় দিবসের এই সমাবেশে কাতালোনিয়ার জাতীয়তায় বিশ্বাসী প্রায় ৪ লাখ চল্লিশ হাজার লোকের সমাগম হয়েছে। সবার মতো বাংলাদেশিরাও কাতালান পতাকা, ফেস্টুন ও ব্যানার হাতে সমাবেশে অংশগ্রহণ করেন।

প্রতি বছরের এই সমাবেশকে কাতালোনিয়ার স্বাধীনতাবাদের নিউক্লিয়াস বলা হয়ে থাকে। তাই এবারের জাতীয় দিবসেও স্বাধীনতার দাবিসহ স্বাধীনতার প্রশ্নে গত বছরে স্পেন সরকার কর্তৃক আটককৃত ১৩ জন কাতালান নেতার মুক্তির জোরালো দাবি ওঠে। বাংলাদেশিদের অংশগ্রহণ করা বাম দল ইআরসি এর প্রধান ওরিঅল জুনকেরাসও এই আটক নেতাদের একজন। তাই এই নেতার মুক্তির দাবিতে সমাবেশে কণ্ঠ মিলিয়েছে জাতীয় দিবসে অংশ নেয়া বাংলাদেশিরাও।
#ভয়েস বাংলা/ এডি

সম্পর্কিত

পর্তুগালে সিলেট বিভাগীয় যুব পরিষদের ইফতার

ডেস্ক রিপোর্ট

প্যারিসে ভূবন মাঝির প্রিমিয়ার শো

ডেস্ক রিপোর্ট

সৌদি আরবে মা-আবদা খামছা শাখার আলোচনা সভা

ডেস্ক রিপোর্ট

সিডনিতে বিচারের মুখোমুখি বাংলাদেশি গাড়িচালক নজরুল

ডেস্ক রিপোর্ট

সড়কে হত্যায় জড়িতদের ফাঁসির দাবিতে নিউইয়র্কে সমাবেশ

ডেস্ক রিপোর্ট

ফ্রান্স বিএনপি’র স্বাধীনতা দিবসে আলোচনা সভা

ডেস্ক রিপোর্ট

মতামত