20.2 C
Dhaka
২১ নভেম্বর, বুধবার , ২০১৮ ১০:০৫:২৮ পূর্বাহ্ণ
ভয়েস বাংলা
চলো বিদেশ

রোমিও জুলিয়েটের ভালোবাসার অমর স্মৃতি গাঁথা ইতালির ভেরোনা

কাওছার হাওলাদার, ইতালি প্রতিনিধি: উইলিয়াম শেকসপিয়ার এর বিখ্যাত রচনার প্রেমকাহিনী রোমিও জুলিয়েট। ভালোবাসার এক দৃষ্টান্ত হিসেবে প্রতিষ্ঠিত। যারা দুটি প্রতিদ্বন্দী পরিবারের ছিল। তারা দুজনই একে অপরকে ভালোবেসে ফেলে। যার পরিণতি হয় বিচ্ছেদ ।

একটি আনুষ্ঠানে তারা একজন আরেকজনকে ভালোবেসে ফেলে। তাদের পরিবার তাদের এ ভালোবাসার শুভ পরিণয় হতে দেয়নী ফলে দুজনেই আত্মহুতিদেয় একই ছুড়িকাঘাতে,আর এইভাবেই উইলিয়াম শেকসপিয়ার তার চিরঞ্জীব প্রেমকাহিনী “রোমিও জুলিয়েট” তৈরী করেন। যার সত্যিকারের স্মৃতিস্তম্ভ ইতালির ভেরোনা শহরে অবস্থিত। যেখানে রয়েছে জুলিয়েটের একটি ভাষ্কর্য এবং একটি মিউজিয়াম। যা বিভিন্নদেশের পর্যটকদের আকর্ষন করে।

জুলিয়েটের বাসভবনের দ্বারে অনেকে আবার চিরিকুটে নাম লিখে রেখে যান, তাদের অজানা ভালোবাসার মানুষের ভালোবাসা কুড়াতে। অপরূপ চোখ ধাঁধাঁলো শৈল্পিক স্থাপনা আরো বেশি আকৃষ্ট করে দেশ-বিদেশের দর্শনার্থীদের। বিরল এ ভালোবাসার রোমিও জুলিয়েটের বাড়িটিতে কৌতুহলি ও প্রেম পিয়াসী দর্শনার্থীরা ভীড় করে প্রতিনিয়ত। তাদের ধারনা প্রেম অবিনশ্বর যুগযুগ ধরে জাগ্রত থাকবে এভাবেই ।

 

সম্পর্কিত

উচ্চশিক্ষা ও বসবাসের আর্দশ দেশ ফিনল্যান্ড

ডেস্ক রিপোর্ট

৬ হাজার নতুন কর্মী নিবে কাতার

zeus

বিদেশ যেতে টাকা দেবে ব্যাংক

zeus

স্বপ্নের দেশ জার্মানি

zeus

ডেনমার্কে স্থায়ী বসবাস কঠিন, তবে সম্ভব

ডেস্ক রিপোর্ট

উচ্চশিক্ষায় অবিশ্বাস্য সুবিধা দিচ্ছে সুইডেন

ডেস্ক রিপোর্ট

মতামত