21.7 C
Dhaka
১১ ডিসেম্বর, মঙ্গলবার , ২০১৮ ০৭:২০:৫৭ অপরাহ্ণ
ভয়েস বাংলা
জাতীয় সাম্প্রতিক

বীরপ্রতীক তারামন বিবি অসুস্থ

ভয়েস বাংলা ডেস্ক:  ড়িগ্রামে নিজ বাড়িতে অসুস্থ হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন বীরপ্রতীক তারামন বিবি। কয়েক দিন ধরে তার শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় বাড়িতেই চিকিৎসা চলছিল।

বৃহস্পতিবার সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে সঙ্গে সঙ্গে তাকে রাজীবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখান থেকে দ্রুত তাকে ময়মনসিংহ সামরিক হাসপাতালে (সিএমএইচ) পাঠানো হয়।

তারামন বিবির ছেলে তাহের আলী বলেন, সকালে মা হঠাৎ অসুস্থ হয়ে পড়লে রাজীবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখান থেকে দ্রুত তাকে দুপুরের দিকে ময়মনসিংহ সামরিক হাসপাতালে আনা হয়। বর্তমানে এখানে তার চিকিৎসা চলছে।

রাজীবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, তারামন বিবির অবস্থা গুরুতর। তিনি কথা বলতে পারেননি। প্রাথমিক চিকিৎসা দেয়ার পর উন্নত চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্সযোগে তাকে ময়মনসিংহ পাঠানো হয়েছে।

উল্লেখ্য, মুক্তিযুদ্ধের সময় ১১নং সেক্টরে তারামন বিবি মুক্তিবাহিনীর সদস্যদের জন্য রান্নাবান্না, তাদের অস্ত্র লুকিয়ে রাখা, পাকবাহিনীর সদস্যদের খবরাখবর সংগ্রহ করা এবং পাকবাহিনীর বিরুদ্ধে সম্মুখ যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন। এ কারণে তাকে বীরপ্রতীক খেতাব দেয়া হয়।

 

ভয়েস বাংলা/ওএফ

সম্পর্কিত

কোলকাতায় ‘বাংলাদেশ বইমেলা’ শুরু

ডেস্ক রিপোর্ট

কী আলোচনা হয়েছে গতকাল গণভবনে?

ডেস্ক রিপোর্ট

ছাত্র আন্দোলনে উস্কানি: ৩ দিনের রিমান্ডে ফারিয়া

ডেস্ক রিপোর্ট

কবি নজরুলে ‘ডি লিট’ ডিগ্রি নিলেন শেখ হাসিনা

ডেস্ক রিপোর্ট

খালেদা জিয়ার আপিল খারিজ হলে রায় ঘোষণা সোমবার: অ্যাটর্নি জেনারেল

ডেস্ক রিপোর্ট

রাজশাহীতে বাস চলাচল বন্ধ, বিকল্প পথে জনসভায় আসছে মানুষ

ডেস্ক রিপোর্ট

মতামত