22.4 C
Dhaka
২০ অক্টোবর, শনিবার , ২০১৮ ১১:৩০:৩১ অপরাহ্ণ
ভয়েস বাংলা
দূতাবাস বার্তা

৯ মার্চ সৌদি আরবের খামিস মুশাইতে আসছে কনস্যুলার দল

মোস্তফা জাহেদ, সৌদি আরব: আগামী ৯ মার্চ সৌদি আরবের খামিস মুশাইতে আসবে বাংলাদেশ কনস্যুলেট জেদ্দার কনস্যুলার দল। দুইদিন ব্যাপি এই অঞ্চলে বিভিন্ন ধরনের সেবা প্রদান করে থাকবে দলটি ।

 শুক্রবার সকাল ৮টা থেকে রাত ৬টা ও শনিবার ৮টা থেকে বিকেল ২টা পযর্ন্ত  বাঙ্গালী মার্কেটের সন্নিকটে হাদিকা সংলগ্ন  ইস্তেরা , আহাদ মুনিরায় তারা এই সেবা প্রদান করে থাকবে। বাংলাদেশ কনস্যুলেটের জেদ্দা দলটি  দুই মাস অন্তর অন্তর খামিস মুশাইত সফরে  এসে সেবাপ্রদান করেন।

পাসপোর্ট সেবা , এম আর পি ডেলিভারী, সোনালী ব্যাংকের সেবা, ওয়েজ আনাস ডেভলপমেন্ট বন্ড , প্রবাসী পেশাজীবী / শ্রমিকদের কল্যাণমূলক সেবা / পরামর্শ, ওয়েজ আনাস কল্যাণ বোর্ডের সুবিধা সমূহ  প্রাপ্তির লক্ষ্যে প্রবাসীদের সদস্যপদ নিবন্ধন  করা হবে ।

 এছাড়া মৃতদেহ দেশে প্রেরণ, স্থানীয়ভাবে দাফন, ক্ষতি পূরণ আদায় , শ্রমিক / কফিল সমস্যা সহ অন্যান্য বিষয়ে সেবা ও পরামর্শ প্রদান করা হবে।

 বাংলাদেশ কনস্যুলেট , জেদ্দা এর যোগাযোগ ঠিকানা , টেলিফোন 012-6878465 এক্স 200,117,134,135,137,139,141, মোবাইল 0506600484।

সম্পর্কিত পোস্ট

সৌদি প্রবাসীদের পাসপোর্ট পেতে ফোন করে যাওয়ার অনুরোধ দূতাবাসের

ডেস্ক রিপোর্ট

মালয়েশিয়ার সাথে আলোচনা ফলপ্রসু হয়েছে: হাইকমিশন

ডেস্ক রিপোর্ট

জেদ্দা কনস্যুলেটে মতবিনিময় সভায় শোলাকিয়ার ইমাম

ডেস্ক রিপোর্ট

মতামত দিন