21.7 C
Dhaka
১১ ডিসেম্বর, মঙ্গলবার , ২০১৮ ০৬:২০:২২ অপরাহ্ণ
ভয়েস বাংলা
পাঁচমিশালী

বাংলাদেশে চালক-রাইডারদের জন্য ইন্স্যুরেন্স চালু করলো উবার

তথ্যপ্রযুক্তি ডেস্ক: বাংলাদেশে চালক ও যাত্রীদের ফ্রি ইন্স্যুরেন্স সুবিধা দেওয়ার ঘোষণা করেছে উবার। পাইওনিয়ার ইন্স্যুরেন্স লিমিটেড এ সুবিধা দেবে। উবার জানিয়েছে, অ্যাপস ব্যবহারকালে যদি কোনো দুর্ঘটনা ঘটে এবং উবার ব্যবহারকারী বা চালক মৃত্যুবরণ করেন, স্থায়ী পঙ্গুত্ব বরণ করেন অথবা হাসপাতালে চিকিৎসা নেন তাহলে তাঁরা ফ্রি ইন্স্যুরেন্স সুবিধা ভোগ করতে পারবেন।

এ বিষয়ে উবারের রিজিওনাল জেনারেল ম্যানেজার প্রভজিৎ সিং বলেন, এই ঘোষণা চালক ও ব্যবহারকারীদের উবার ব্যবহারের অভিজ্ঞতা বাড়াতে এবং বাজারে অর্থবহ প্রভাব বিস্তারে আমাদের প্রচেষ্টার প্রতিফলন। আমরা বাংলাদেশের উবার চালক ও ব্যবহারকারীদের কাছ থেকে যে ভালোবাসা ও সমর্থন পেয়েছি সে জন্য তাঁদের প্রতি কৃতজ্ঞ।

তিনি আরও বলেন, যেহেতু বাংলাদেশে রাইড শেয়ারিং সার্ভিস দিন দিন জনপ্রিয় হচ্ছে এবং অনেক মানুষ এ সুবিধা গ্রহণ করছেন, তাই ইন্স্যুরেন্স সুবিধা চালু – এই রাইড শেয়ারিং খাতের ভবিষ্যতকে একটি কাঠামোর ওপর দাঁড় করাতে অগ্রগামী ভূমিকা পালন করবে। এই সুবিধার আওতায় দুর্ঘটনায় উবার ব্যবহারকারীর মৃত্যু হলে ২ লাখ টাকা, স্থায়ীভাবে পঙ্গু হয়ে গেলে সর্বোচ্চ দুই লাখ টাকা এবং হাসপাতালে চিকিৎসা নিতে হলে সর্বোচ্চ এক লাখ টাকা ক্ষতিপূরণ পাবেন।

উবারমটো চালক এবং উবারের চার চাকার যানবহন চালকরা উবার ব্যবহারকারীদের সেবা দিতে গিয়ে কোনো দুর্ঘটনায় পড়ে মারা গেলে, পঙ্গু হয়ে গেলে এবং হাসপাতালে চিকিৎসা নিলে এই সুবিধা পাবেন। বিশেষ করে কোনও ট্রিপ রিকোয়েস্ট গ্রহণের সময় থেকে ট্রিপ শেষ হওয়া পর্যন্ত সময়ে দুর্ঘটনা ঘটলে এই সুবিধা পাবেন চালকরা।

সম্পর্কিত

পৃথিবীতে ছড়িয়ে পড়েছে মহাকাশের পোকা

ডেস্ক রিপোর্ট

জীবনটাকে রোমান্টিক করতে আশি বছরে বিয়ে

ডেস্ক রিপোর্ট

আজ নবান্ন উৎসব

ডেস্ক রিপোর্ট

সেন্টমার্টিন

zeus

ভবিষ্যত প্রজন্মকে মূর্খ বানাচ্ছে সামাজিক মাধ্যম: জ্যাকবসন

ডেস্ক রিপোর্ট

আকাশে দেখা মিলবে এক সঙ্গে চার গ্রাহের!

ডেস্ক রিপোর্ট

মতামত