22.4 C
Dhaka
২০ অক্টোবর, শনিবার , ২০১৮ ১১:১৫:০৫ অপরাহ্ণ
ভয়েস বাংলা
পাঁচমিশালী

না খুলে পড়া যাবে হোয়াটসঅ্যাপ-এর ম্যাসেজ

প্রযুক্তি ডেস্ক: বেড়েই চলছে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর সংখ্যা। বিশেষ করে মেসেজ আদান-প্রদানের জন্য এটির চাহিদা বেশ। এছাড়া ভয়েস কল করা যাওয়ায় তা পেয়েছে ভিন্ন মাত্রা।

তবে অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমের মত হোয়াটসঅ্যাপের রয়েছে কিছু সমস্যা। এর মধ্যে একটি রয়েছে গুরুত্বপূর্ণ মেসেজ দেখতে হলে প্রতি বার হোয়াটসঅ্যাপ খুলে দেখতে হয়। এতে বেশ সময় নষ্ট হয়। এবার এই সমস্যার সমাধানের দিকে এক ধাপ এগিয়ে গেলো হোয়াটসঅ্যাপ।

অ্যাপ না খুলেই মেসেজ পড়ার সুবিধা নিয়ে এলো তারা। নোটিফিকেশন থেকেই ইউজাররা মেসেজ পড়ে নিতে পারবেন। সেখান থেকে মার্কও করতে পারবেন ‘রিড’ বলে।

প্রতিষ্ঠানটি বলছে, ব্যক্তিগত হোক বা অফিসিয়াল সব দিক থেকেই কাজে দেবে নতুন এই ফিচার। ফলে ঘন ঘন হোয়াটসঅ্যাপ মেসেজে বিরক্ত হতে হয় যাদের, তাদের কাজে দেবে এই ফিচার।

তবে ফিচারটি এখনো সব গ্রাহকরা ব্যবহার করতে পারছেন না। এটা পরীক্ষামূলকভাবে শুধু মাত্র হোয়াটসঅ্যাপের বিটা ভার্সনেই পাওয়া যাচ্ছে। এই হোয়াটসঅ্যাপ বিটা পেতে গেলে ইউজারকে ২.১৮.২৩২ ভার্সন ডাউনলোড করতে হবে।

# ভয়েস বাংলা/ এটি

সম্পর্কিত পোস্ট

বিশ্বকাপের জন্য আপনি প্রস্তুত তো!

ডেস্ক রিপোর্ট

গুগলকে ৫০০ কোটি ডলার জরিমানা

ডেস্ক রিপোর্ট

জার্মানিতে নাৎসি কায়দায় স্যালুট দেওয়ায় আমেরিকান পর্যটককে অপমান

ডেস্ক রিপোর্ট

মতামত দিন