22 C
Dhaka
১৮ অক্টোবর, বৃহস্পতিবার , ২০১৮ ১২:২৭:৩৪ পূর্বাহ্ণ
ভয়েস বাংলা
জাতীয় প্রচ্ছদ

ঐক্য প্রক্রিয়ার বৈঠক স্থগিত

নিজস্ব প্রতিবেদক: দুই দফায় সময় নির্ধারণ করে শেষ পর্যন্ত ঐক্য প্রক্রিয়ার বৈঠক স্থগিত করা হয়েছে। এই বৈঠকে বিএনপি’র অংশগ্রহণের কথা ছিলো। প্রথমে বেইলী রোডস্থ ড. কামাল হোসেনের বাসায় অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও বিকালে সিদ্ধান্ত হয় বৈঠকটি রাত নয়টায় জেএসডি সভাপতি আ স ম আব্দুর রবের বাসায় অনুষ্ঠিত হবে। বৈঠকে সাংগঠনিকভাকে পুরো প্রক্রিয়া কীভাবে আরো বেগবান করা যায় তা নিয়ে অলোচনা হওয়ার কথা ছিলো। তবে রাত পৌনে আটটায় জানানো হয়, বৈঠকটি স্থগিত করা হয়েছে।

ইতিপূর্বে বলা হয়েছিলো, বৃহস্পতিবার রাত নয়টায় আবারো বৈঠকে বসতে যাচ্ছেন বিএনপি, যুক্তফ্রন্ট ও ঐক্য প্রক্রিয়ার নেতারা। তবে বৈঠক স্থগিত হওয়ার আগেই জানানো হয়েছিলো, ঐক্য প্রক্রিয়ার আহ্বায়ক ড. কামাল হোসেন ও সাবেক রাষ্ট্রপতি যুক্তফ্রন্ট চেয়ারম্যান ও বিকল্প ধারার সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী উপস্থিত থাকতে পারছেন না। একটি সূত্র জানিয়েছে, তাঁদের দু’জনের অনুপস্থিতির কারণেই ঐক্য প্রক্রিয়ার বৈঠক স্থগিত করা হয়েছে।

# ভয়েস বাংলা/ এটি

সম্পর্কিত পোস্ট

জিকার ঝুঁকিতে বাংলাদেশসহ আট দেশ

Taher

সৌদি আরবে ওমরাহ ভিসাধারীদের ভ্রমণে নিষেধাজ্ঞা

Doyel Islam

এমপিওভুক্তির দাবিতে প্রতীকী অনশনে শিক্ষক-কর্মচারীরা

Taher

মতামত দিন