22.4 C
Dhaka
২০ অক্টোবর, শনিবার , ২০১৮ ১১:১৫:৫৬ অপরাহ্ণ
ভয়েস বাংলা
অস্ট্রেলিয়া প্রবাসে সফল যারা

‌সিডনিতে ‌`এনভায়রনমেন্টাল সিটিজেন অ্যাওয়ার্ড’ পেলেন প্রবাসী ড. স্বপন পাল

আবুল কালাম আজাদ, অস্ট্রেলিয়া: সিডনিতে প্যারামাঠা কাউন্সিলের অধীনে ‌‘এনভায়রনমেন্টাল সিটিজেন অ্যাওয়ার্ড’-২০১৮ পেলেন ড. স্বপন পাল। সম্প্রতি সিডনির প্যারামাঠা পার্কের পুরাতন গর্ভনার হাউস এ অ্যাওয়ার্ড হাতে তুলে দেন সিডনি সিটি মেয়র এন্ডু উইলসন। এ বৎসর আটটি ক্যাটাগরিতে এন,এস,ডব্লিউ’র প্যারামাঠা কাউন্সিল থেকে এই সন্মাননা প্রদান করা হয়।

ড. স্বপন পাল পেশায় একজন পরিবেশ বিজ্ঞানী। তিনি ‘ক্লিন আপ অষ্ট্রেলিয়া’র সংগে ২০ বৎসর স্বেচ্ছাসেবক কাজ করে যাচ্ছেন। আর এই ক্লিন আপ অষ্ট্রেলিয়ার স্বেচ্ছাসেবী কাজের ওপর ভিত্তি করেই অ্যাওয়ার্ড লাভ করেন।এরআগে তিনি অষ্ট্রেলিয়াতে একুশে একাডেমির সাবেক ভাইস প্রেসিডেন্ট ছিলেন। বাংলা প্রসার কমিটির দুটি মেয়াদে দুইবার প্রেসিডেন্ট ছিলেন। তিনি বাংলাদেশ সোসাইটি পূজা ও সংস্কৃতিরও সাবেক প্রেসিডেন্টও।

অ্যাওয়ার্ড প্রাপ্তির পর ড. স্বপন পাল তার অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, সিডনির বাংলাদেশি কমিউনিটিতে এ স্বীকৃতি সিডনির সকল সংগঠন ও কমিউনিটি কর্তাদের উদ্যোমী হতে উৎসাহিত করবে। এ ধরনের আয়োজনের জন্য তিনি প্যারামাঠা কাউন্সিলের প্রতি কৃতজ্ঞতা জানান।
উল্লেখ্য, বিশ্ব পরিবেশ দিবস ছিল ৫ই জুন। আর এই দিবসকে সামনে রেখেই এ পুরস্কারের আয়োজন করে সংগঠনটি।

সম্পর্কিত পোস্ট

মুকাভিনয়ে বিশ্ব মাতানো বাঙালি

zeus

ড্রাম বাজিয়ে গিনেস বুকে টানা রেকর্ড বাংলাদেশি বংশোদ্ভূত সুদর্শন দাশের

ডেস্ক রিপোর্ট

স্বল্প খরচে ক্যান্সার শনাক্তে ড. জহিরুলের অভাবনীয় সাফল্য

ডেস্ক রিপোর্ট

মতামত দিন