28.6 C
Dhaka
২০ নভেম্বর, মঙ্গলবার , ২০১৮ ০৫:২৪:৩৮ অপরাহ্ণ
ভয়েস বাংলা
প্রবাসীর কান্না

ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থীর মৃত্যু

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে তানভিরুল আরেফীন অমি নামের বাংলাদেশি এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ২ জুলাই ক্যাম্পাসসংলগ্ন ভাড়া বাসায় তিনি মারা যান বলে প্রাথমিকভাবে জানা গেছে।

তানভিরুলের গ্রামের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আলাদিনগরে। তার বাবার নাম মোহাম্মদ রহমত উল্লাহ ও মায়ের নাম নাসরিন আকতার। তানভিরুল সাউথ ফ্লোরিডা ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন।

পারিবারিক সিদ্ধান্তে তানভিরুলের মরদেহ ৯ জুলাই দুপুরে নিউইয়র্কের লং আইল্যান্ডস্থ ওয়াশিংটন মেমোরিয়াল কবরস্থানে দাফন করা হয়।

নিউইয়র্কের রিচমন্ড হিলের বসবাসকারী তানভিরুলের চাচা জহিরুল ইসলাম জানান, গত সপ্তাহে তাকে ফোন দেওয়া হলে তিনি ফোন ধরছিলেন না। পরে তার এক বন্ধুকে খোঁজ নিতে ফোন করেন তিনি। সেই বন্ধু তানভিরুলের বাসায় গিয়ে দেখতে পান, তার ঘরের ভেতর আলো জ্বলছে, কিন্তু দরজা বন্ধ। ডাকাডাকি করেও সাড়া না পাওয়ায় পুলিশকে খবর দেয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেংগে তানভিরুলের মরদেহ উদ্ধার করে। তানভিরুলের মরদেহ বাথটাবে পড়ে ছিলো আর ঝরনা দিয়ে পানি পড়ছিলো।

প্রাথমিকভাবে পুলিশের ধারণা, গোসল করার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে কয়েক দিন আগেই তিনি মারা গেছেন। পরে মরদেহ স্থানীয় হাসপাতালে নেয়া হয়। ময়নাতদন্তে তানভিরুলের স্বাভাবিক মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

সম্পর্কিত

সৌদিতে সড়ক দূর্ঘটনায় আহত ৬ বাংলাদেশি

ডেস্ক রিপোর্ট

সৌদি আরবে বাপ-ছেলে মিলে বাংলাদেশি দুই নারীকে লাগাতার ধর্ষণ

ডেস্ক রিপোর্ট

সৌদিতে গাড়ি চাপায় বাংলাদেশি নিহত

ডেস্ক রিপোর্ট

কাতারে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশির মৃত্যু

ডেস্ক রিপোর্ট

সৌদিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশির মৃত্যু

ডেস্ক রিপোর্ট

সৌদিতে বাংলাদেশি গৃহকর্মীর লাশ নিখোঁজ

ডেস্ক রিপোর্ট

মতামত