22.4 C
Dhaka
২০ অক্টোবর, শনিবার , ২০১৮ ১১:৩৩:৪৪ অপরাহ্ণ
ভয়েস বাংলা
প্রবাসীর কান্না

সৌদিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

সৌদিঅারব প্রতিনিধি: সৌদিআরবের জেদ্দায় সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি নিহত হয়েছেন। নিহত মোহাম্মদ ইদ্রিস বাচ্চুর (৫৫) বাড়ি ফেনীর মহিফাল চেয়ারম্যান বাড়ীতে। তাঁর বাবার নাম আলী আসাদ ভূঁইয়া।

শনিবার জেদ্দার আজিজিয়ায় বিকালে এ দুর্ঘটনা ঘটে বলে জানান নিহত বাচ্চুর বন্ধু জসিম।

জসিম জানান, রাস্তা পারাপারের সময় একটি গাড়ির সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হলে বাচ্চুকে হাইয়ার সাফা জিদান হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় আট ঘণ্টা পর রোববার ভোরের দিকে চিকিৎসক বাচ্চুকে মৃত ঘোষণা করেন।

নিহতের মরদেহ বর্তমানে জিদান হাসপাতালের মর্গে রাখা হয়েছে। নিহত মোহাম্মদ ইদ্রিস বাচ্চুর এক ছেলে ও দুই মেয়ে রয়েছে।

# ভয়েস বাংলা/ এটি

সম্পর্কিত পোস্ট

পরকীয়ায় বাঁধা দেয়ায় মামলায় পড়লেন আলী; সৌ‌দি‌তে যাওয়া অ‌নি‌শ্চিত

zeus

সৌদি আরবে পাঠানোর কথা বলে ঢাকায় এনে গৃহবধূকে ধর্ষণ

ডেস্ক রিপোর্ট

ইতালিতে এক বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

ডেস্ক রিপোর্ট

মতামত দিন